মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই সাবেক ছাত্রলীগের নেত্রীরাও

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারাও সোচ্চার হয়েছেন। জনপ্রিয়তা ও মনোনয়ন প্রত্যাশার দৌড়ে সংশ্লিষ্ট আসনে বর্তমান এমপিদের চাইতেও কেউ কেউ এগিয়ে আছেন।
রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরে খোঁজখবর নিয়ে এমন তথ্য জানা গেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, অনেক আসনে সিটিং এমপিদের কার্যক্রমের চাইতে সাবেক ছাত্রনেতারা এগিয়ে আছেন। বর্তমান এমপিদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও মাঠে নেমেছেন। দৌড়ে পিছিয়ে নেই নারীপ্রার্থীরাও। তারাও সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হতে কাজ করছেন।
সাবেক ছাত্রনেতা ও নারীপ্রার্থীদের বিষয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলেও বোর্ডের একাধিক নেতা দৈনিক আমাদের দিনকে নিশ্চিত করেছেন।
দলীয় হাইকমান্ডের কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছর আগে থেকে প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা ও নারীদের মনোনয়নের ব্যাপারে দলীয় সভাপতি শেখ হাসিনারও আগ্রহ বেশ।
মন্ত্রী ও এমপি হিসেবে গত কয়েক বছরে যারা বিতর্কিত হয়েছেন, সেসব জায়গায় সাবেক ছাত্রনেতাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। ইতোমধ্যে গণভবনে দলীয় ফোরামের এক বৈঠকে শেখ হাসিনা বলেছেন, এমপি পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থী সাড়ে তিন হাজার জনের তালিকা তার কাছে আছে। নিজ নিজ এলাকায় জনপ্রিয় ছাড়া কাউকে মনোনয়ন দেয়া হবে না।
সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ থেকে যারা মনোনয়নের প্রত্যাশা করছেন তাদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জামালপুর-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার মারুফা আকতার পপি শরিয়ত পুর-১ আসনে ছাত্রলীগের সাবেক উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার সবুজ, সাবেক ছাত্রলীগ নেত্রী ও যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলি কুদ্দুস, বরিশাল-২ আসনে সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা মীরা।
শরীয়তপুর- ১ আসনের মনোনয়ন কিনেছেন ছাত্রলীগের সাবেক উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার সবুজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সেবা করার জন্য ছাত্রবেলা থেকে রাজনীতি শুরু করি। নিজের এলাকার জনগণের সেবা করতে এবার মনোনয়ন প্রত্যাশা করছি।যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে বিপুল ভোটে জয়ী হব।