ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


দুমকিতে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মিজান


২৮ জানুয়ারী ২০১৯ ০১:০৫

আপডেট:
২৮ জানুয়ারী ২০১৯ ০১:৪১

দুমকিতে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মিজান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান । তরুণ এই শিল্পপতিকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। জানা গেছে, দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন তরুণ এই নেতা। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন মিজান।

মেহেদী হাসান মিজানের নিজস্ব অর্থায়নে ইতিবাচক কর্মকান্ড :

১।২০১৮ সালে বাবা-মা সহ পবিত্র হজ্বব্রত পালন করেন মেহেদী হাসান
২।নিজস্ব অর্থায়নে দুমকি উপজেলার বিভিন্ন রাস্তাঘাট কার্পেটিং ও মাটিদ্বারা উন্নয়ন কাজ সম্পন্ন করেন ।
শেখ হাসিনা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার
খন্দকার মোশাররফ হোসেন ও সচিব আব্দুল মালেক থাকাবস্থায় পটুয়াখালী-বরগুনা প্রকল্পে দুমকি উপজেলার
কমপক্ষে ২০ (বিশ) টি রাস্তা প্রকল্পে অন্তর্ভূক্তি করেন মেহেদী হাসান মিজান, স্থানীয়ভাবে জানা যায় সেই কাজ চলমান, মুরাদিয়া ইউনিয়ন সড়ক থেকে সন্তোষ
মেম্বারের বাড়ী হয়ে এ্যাড. মেহেদী হাসান মিজানের বাড়ী হয়ে ওয়াপদা বেড়ী বাঁধ পর্যন্ত কার্পেটিং সমাপ্তির পথে,
আরো জানা যায় , নিজস্ব অর্থায়নে আরো কিছু রাস্তার কাজ চালু হয়েছে, কিছু রাস্তার টেন্ডার প্রক্রিয়াধীন যাহা উপজেলা ইঞ্জিনিয়ার এলজিইডি দুমকি ও
নির্বাহী প্রকৌশলী এলজিইডি পটুয়াখালী অবগত।
৩।নিজস্ব অর্থায়নে দুমকি উপজেলায় বিভিন্ন মসজিদে মেহেদী হাসান মিজানের আর্থিক অনুদান ।
ক. মুরাদিয়া কালেখা আলহেরা জামে মসজিদ আর্থিক অনুদান
খ .চরগরবদী হাজী বাড়ী জামে মসজিদ আর্থিক অনুদান
গ. কারি মিয়া কেরাতুল কোরআন জামে মসজিদ আর্থিক অনুদান
ঘ. বোর্ড অফিস বাজার জামে মসজিদ মুরাদিয়া আর্থিক অনুদান
ঙ. দক্ষিণ কার্তিক পাশা জামে মসজিদ লেবুখালী আর্থিক অনুদান
চ. জলিশা রাজাবাড়ি জামে মসজিদ, আঙ্গারিয়া আর্থিক অনুদান
ছ. পাঙ্গাশিয়া দরবার শরীফ জামে মসজিদ আর্থিক অনুদান
৪। ২০১৭ ও ২০১৮ সালে চরগরবদী খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রসা, মুরাদিয়ায় ছারছিনা দরবার শরীফের
পীর সাহেব কেবলার মাহফিলে সর্বাধিক আর্থিক অনুদান করেন তিনি।
৫। ২০১৭-২০১৮ সালে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া, শ্রীরামপুর, আঙ্গারিয়া, মুরাদিয়ার সবকটি পূজা মন্ডপে
আর্থিক অনুদান।
৬। দুমকি উপজেলার বিভিন্ন মাহফিল, ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্থিক সহযোগীতা।
৭। দুমকি উপজেলার একাধিক দরিদ্র ছাত্র/ছাত্রীর বিনামুল্যে শিক্ষা উপকরন বিতরন ও ঢাকায় দুমকি থেকে আগত
দুস্থ রোগীদের আর্থিক সাহায্য প্রদান ও চিকিৎসা কাজে সহায়তা প্রদান সাধারণ ভোটারদের দাবি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেহেদী হাসান মিজানেকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে নৌকার জয় নিশ্চিত।

এক নজরে তরুন নেতা মেহেদী হাসান মিজানের রাজনৈতিক ক্যারিয়ার:
সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ

সাবেক সহ-সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সদস্য, দুমকি উপজেলা ছাত্রলীগ,সম্মেলন প্রস্তুত কমিটি
সাংগঠনিক সম্পাদক, সরকারি জনতা কলেজ ছাত্রলীগ
সভাপতি, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ (১৯৯৮-৯৯)
সভাপতি, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগ (১৯৯৬-৯৭)
(মোঃ মেহেদী হাসান মিজান-মোস্তাফিজুর রহমান কমিটি)।


এছাড়া রাহনৈতিক জীবন বিভিন্ন কর্মকান্ড:

৩০ এপ্রিল ২০০৪ বি.এন.পি-জামায়াত জোট সরকারের পতন আন্দোলন বেগবান করার জন্য ১২ ফেব্রুয়ারী২০০৪ থেকে ১২ মে ২০০৪ পর্যন্ত দীর্ঘ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাভোগ সাবেক ছাত্রলীগ নেতা মেহদী হাসান মিজান, উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীজননেত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পনেরউদ্দেশ্যে গাড়ি যোগে মাওয়া ফেরি হয়ে গোপালগঞ্জ গমন কালে কাঁচের প্লেট চুরির মামলা রুজু হয়।মেহেদী
হাসান মিজান সেই মামলার ০৯ নম্বর আসামী ছিলেন , জানা যায়, এই মামলার ০১ নম্বর আসামী তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর রাজনৈতিক সচিব বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী, ০৮ নম্বর আসামী প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব, বর্তমান সাংসদ জনাব সাইফুজ্জামান শেখর ও অন্যান্য আসামীরা ।

এ সম্পর্কে সাবেক ছাত্রলীগ মেহেদী হাসান মিজান বলেন, আগামী উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে এ উপজেলা মানুষের ভালোবাসা ও সমর্থনে বিপুল ভোটে নির্বাচিত হবো। নৌকার বিজয়ের ধারাকে অব্যাহত রাখতে সক্ষম হবো। সেই সঙ্গে অবহেলিত এই জনপদের ভাগ্য উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, আমি দুমকি উপজেলা মানুষের স্নেহ ভালোবাসায় আমি একটু একটু করে বড় হয়েছি,এ এলাকার বাতাস আমাকে নিঃশ্বাস যোগিয়েছে,আকাশ দেখিয়েছে স্বপ্ন,সবুজ শ্যামল-গ্রামের মানুষগুলোর সরলতা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, দুমকি উপজেলা মাটি ও মানুষের তরে জীবন উৎসর্গ করার মাধ্যমেই জীবন পরিপূর্ণতা পাবে বলে আমি মনে করি। এম,পি, মন্ত্রী চেয়ারম্যান আল্লাহতা’লা কপালে লিখে থাকলে একদিন হলে হতেও পারি – এটা দলের হাইকমান্ডের বিষয়। একজন রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে নেতা হওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য নয়, মানুষকে ভালোবেসে জনকল্যােণ নিজেকে সম্পূর্ণ ভাবে উজাড় করে দেয়াই জাতির জনক বঙ্গবন্ধু এবং দেশরত্ন শেখ হাসিনার মূল রাজনৈতিক দর্শন – তাঁর প্রতি সম্পূর্ন আস্হা এবং বিশ্বাস রেখে, দুমকি উপজেলা সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আপনাদের পাশে থেকেই বাঁচতে চাই, মরতেও চাই আপনাদেরই কাছে!