ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


আজ শপথ নিচ্ছেন না এরশাদ


৪ জানুয়ারী ২০১৯ ০৩:০১

আপডেট:
১৪ মে ২০২৫ ১৩:৪০

ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত গ্রহণ আর সেটি পরিবর্তন করায় জুড়ি নেই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া নিয়েও সেই নাটকেরই পুনরাবৃত্তি করলেন তিনি।

জাতীয় সংসদে আজ বেলা ১১টায় যখন নতুন এমপিরা শপথ নিলেন ঠিক তখনি তার পক্ষ থেকে জানানো হলো তিনি এককভাবে বিকেলে ৩টায় শপথ নেবেন কিন্তু শেষ পর্যন্ত বিকেলেও শপথ নিচ্ছেন না বলেই পার্টি সূত্রে জানা গেছে।

এর আগে আজ সকালে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন।

ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নিচ্ছেন না সে বিষয়ে কোনো সদুত্তোর পাওয়া যায়নি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে। জাতীয় পার্টির অন্যান্য সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে শপথ নেন।

এ বিষয়ে দুপুর আড়াইটায় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আজকে ৩টার সময় উনার (এরশাদ) শপথ নেয়ার কথা রয়েছে। তবে আজকে যদি উনি শপথ না নেন তবে নির্ধারিত সময় সীমার মধ্যেই শপথ নেবেন।