ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


এমপি কুদ্দুসকে নৌকার মনোনয়ন না দেয়ার দাবি


৩০ অক্টোবর ২০১৮ ১৭:৫০

আপডেট:
১০ মে ২০২৫ ০৪:১৯

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল কুদ্দুসকে পুনরায় মনোনয়ন না দেয়ার দাবি করেছে আওয়ামী লীগ পরিবারের লাঞ্ছিত,বঞ্চিত ছাত্র সমাজ।

সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন তারা।

এসময় চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকপ্রাপ্ত চারজন চেয়ারম্যান প্রার্থীকে জোর করে ষড়যন্ত্র করে হারিয়েছেন এমপি আব্দুল কুদ্দুস। প্রধানমন্ত্রী বলেছেন তার দেয়া নৌকা প্রতীককে যারা হারিয়েছে তাদের নৌকা প্রতীক দেবেন না। তাই নেত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আব্দুল কুদ্দুসকে যেন পুনরায় নৌকা প্রতীক না দেয়া হয়।’

আব্দুল কুদ্দুসকে নাটোর-৪ আসনে জামায়াত-বিএনপিকে আশ্রয় দিচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘প্রায় ২০০’র অধিক জামায়ত-বিএনপির লোককে চাকরি দিয়েছেন। আব্দুল কুদ্দুস নিয়োগ বাণিজ, বিদ্যুৎ-সোলার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য করে অবৈধ অর্থ উপার্জন করেছেন। বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আব্দুল কুদ্দুসকে পুনরায় মনোয়ন দিলে আওয়ামী লীগাররা অত্যাচারের ভয়ে ভোট অন্য কাউকে দিতে পারে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি তাকে যেন আবার মনোনয়ন না দেয়া হয়।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন মোল্লা, বড়াইগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আযাদ, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন দুলাল,ঢাবি নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুয়েল হাসান, জিসান, জুলফিকার হাসান জনি, সরকার রাজিবুল হাসান রনি, এসএস নাফিস ইকবাল, এসএম রনি, মো.সাকিল হোসেন, আমির হামজা, মমিনুল ইসলাম, জামাল উদ্দিন, সাদ্দাম,শেখ সুজন, মহিমিনুল ইসলাম, এফএম জুয়েল প্রমুখ।