ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


দলে ফিরলেন নাছিমা আক্তার বকুল; বিএনপির বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ২৩:০৯

কক্সবাজার জেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা আক্তার বকুলের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ ২৩ নভেম্বর ২০২৫ ঘোষিত এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুনরায় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বকুল পূর্বে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ছিলেন। তবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের জনপ্রিয়তা ও দলের প্রতি অবদানের মূল্যায়ন করে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে কক্সবাজার জেলা বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। অনেকের মতে, তার সক্রিয় প্রত্যাবর্তনে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।