ঢাকা বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ২১শে অগ্রহায়ণ ১৪৩২


ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৬:৩৬

পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দেয়। ডিসিদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ডঃ মোহাম্মদ যেআবদুল ছালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিনকে কুষ্টিয়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।