ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৪:৪১

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করছে। এই অভিযোগের ভিত্তিতেই ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে।