ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী এবং স্কাউটার ও ছাত্র জনতাসহ বীরোচিতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৬:৪৮

বাংলাদেশ স্কাউটস এর পরিচালনা ও ব্যবস্থাপনায় জাতীয় সদর দফতর এর শামস হলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী এবং স্কাউট, রোভার স্কাউট, স্কাউটার ও ছাত্র জনতাসহ বীরোচিতদের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল ০৬ আগস্ট ২০২৫ বুধবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ বশির উদ্দিন, বাংলাদেশের অর্ন্তবতীকালীন সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা। অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য সচিব, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস। বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক মোঃ এহছানুল হকসহ এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্টানে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন । বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য স্কাউটারবৃন্দ, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কাউটদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই আন্দোলনে স্কাউটরা কেবল সাধারণ ছাত্র-ছাত্রী হিসেবেই নয় বরং একটি সুসংগঠিত দল হিসেবেও অংশগ্রহণ করেছিল। তাদের অংশগ্রহণে এই আন্দোলন আরও বেগবান হয়েছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কাউটরা বিভিন্নভাবে সক্রিয় ছিল। স্কাউটরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করে এবং সাধারণ ছাত্রদের সমর্থনে এগিয়ে আসে। তারা বিভিন্ন মানববন্ধনে অংশ নেয় এবং শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। স্কাউটরা এই আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তথ্য প্রচার করে।

কিছু স্কাউট আন্দোলনের পরিকল্পনা ও সমন্বয় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহত ও অসুস্থদের সাহায্য করার জন্য স্কাউটরা এগিয়ে আসে।

এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কাউটরা বিভিন্ন কর্মসূচি পালন করে। এই আন্দোলনে ০৮ জন স্কাউট ও রোভার স্কাউট শহীদ হন, যা এই আন্দোলনে তাদের আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে।

জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাসব্যাপী বাংলাদেশ স্কাউটস এর সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।