এলাকাবাসীর উদ্যোগে শিক্ষক মোবারক হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ ৬ আগস্ট (বুধবার) ৬নং ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব কে, এম, মোবারক হোসেন মিয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রাক্তন ছাত্রছাত্রীরা তাকে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন এবং দিয়েও আসেন।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নড়িয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব, শাহ মো. ইকবাল মনসুর-এর সার্বিক নির্দেশনায় এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব হাজী নুরুল হক মাস্টারের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাহ মো. ইকবাল মনসুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, ফারুক আলম, কাজী ছানোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব নজরুল ইসলাম, নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হযরত আলী খালাসী, আলহাজ্ব মো. ইসমাঈল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপক কুমার বিশ্বাস, কুন্ডেরচর কালু বেপারী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব শফিজুল হক, নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব সাবিহা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যারা।
গণ্যমান্য রাজনৈতিক নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ সদস্য জনাব আলী আজগর চুন্নু খালাসী, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শামীম মাদবর, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক বন্দুকছি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সবুজ মাদবর, সহ-সম্পাদক মনির মাদবর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান পঞ্চায়েত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হাওলাদার। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায় মুখোরিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গন।
জানা যায় ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করেন শিক্ষক মোবারক হোসেন। তিনি ১৯৮৬ সালে ৮৯নং ঢালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন।
নড়িয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব শাহ মো. ইকবাল মনসুর বলেন, ‘আমি অত্যন্ত খুশি এই বিদায়ী আয়োজন দেখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকাবাসীকে নিয়ে খুব ভালো আয়োজন করেছেন। বিদায়ী শিক্ষক মোবারক হোসেন অত্যন্ত ভালো মানুষ, আমি তার অবসর পরবর্তী জীবনের মঙ্গল কামনা করি।’
প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, ‘জনাব মোবারক হোসেন একজন বিনয়ী ও পরিশ্রমী শিক্ষক। কর্মজীবনে তিনি আমার বিদ্যালয়ের উন্নতির জন্য, শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের পাশাপাশি তাদের আত্ম- উন্নয়নের জন্য কাজ করেছেন। তার অবসর পরবর্তী জীবন সুখ ও সমৃদ্ধে ভরপুর হোক এই কামনা করি।’
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আয়েশা আক্তার বলেন, ‘স্যারের শূন্যতা পূরণীয় নয়। স্যার আমাদের অনেক স্নেহ করেছেন, সব সময় দোয়া করি স্যার যেন বাকি জীবন ভালভাবে কাটান।’
বিদায়ী শিক্ষক মোবারক হোসেন বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আমার সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী আমার জন্য এত বড় আয়োজন করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্কুল সংশ্লিষ্ট সকলে আমার হৃদয়ে ছিল, আছে এবং থাকবে। আমি সকলের কাছে দোয়া চাই, যেন সবাইকে নিয়ে, সবার ভালোবাসা ও দোয়ায় বাকী জীবন সুন্দরভাবে কাটাতে পারি।’