ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


নির্বাচনী প্রস্তুতি

৫০ লাখ তালা ও ২৭ লাখ সিল কিনছে ইসি


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১১:৩৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উপকরণ সংগ্রহে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ব্যালট বাক্সের নিরাপত্তায় ৫০ লাখ তালা এবং বিভিন্ন ধরনের প্রায় ২৭ লাখ সিল কেনার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

সোমবার (৪ আগস্ট) ইসির নির্বাচনী উপকরণ কেনাকাটা সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচনী মালামাল কেনাকাটার কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৮০ লাখ ৫ হাজার পিস ব্যাগ, সিল ও ব্যালট বাক্সের তালা কেনা চূড়ান্ত করেছে কমিশন। পাশাপাশি ২৩ হাজার কেজি লাল গালাও কেনা হবে।

ইসি সূত্র জানায়, মোট ৮ ধরনের মালামাল কেনা হচ্ছে, যার মধ্যে ৭ ধরনের উৎপাদন ইতোমধ্যেই শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তবে ব্রাস সিল ক্রয়ে মানগত সমস্যার কারণে দুবার টেন্ডার বাতিল হয়েছে। নতুন করে ৫ আগস্ট ব্রাস সিলের টেন্ডার খোলা হবে।

পণ্যের তালিকাগুলো হলো: লাল গালা- ২৩ হাজার কেজি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক- ৫০ লাখ পিস, অফিসিয়াল সিল- ৮ লাখ ৪০ হাজার পিস, মার্কিং সিল:- ১৭ লাখ ৫০ হাজার পিস, ব্রাস সিল- ১ লাখ ১৫ হাজার পিস (টেন্ডার ৫ আগস্ট খোলা হবে), গানি ব্যাগ- ১ লাখ ১৫ হাজার, হেসিয়ান বড় ব্যাগ- ৭০ হাজার, হেসিয়ান ছোট ব্যাগ- ১ লাখ ১৫ হাজার।

ইসি সচিব মো. আখতার আহমদ বলেন, “নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে সব উপকরণ সংগ্রহ ও বিতরণের কাজ শেষ করা হবে।”