ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


‘গণঅভ্যুত্থান দিবসে’ মানিক মিয়াতে দিনভর উৎসবমুখর নানা আয়োজন


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১১:১৭

‎মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের উলটো দিকের সেচ ভবনের উলটা পাশেই তৈরী করা হয়েছে মঞ্চ।

আজ মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস। আজকের এই দিনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার আয়োজনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী রয়েছে বর্ণিল নানা আয়োজন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এই আয়োজনকে কেন্দ্র করে দারুণ সাজে সেজেছে মানিক মিয়া অ্যাভিনিউ।

‎রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের উলটো দিকের সেচ ভবনের উলটা পাশেই তৈরী করা হয়েছে মঞ্চ। এই মঞ্চ থেকেই আজ বিকেলে পাঠ করা হবে সবার বহুল কাঙ্খিত ‘জুলাই ঘোষণাপত্র’।

‎এদিকে, মঞ্চের চারপাশে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বৃষ্টিতে যাতে সমস্যা না হয় সে কারণে পানি নিরোধকের ব্যবস্থা রাখা হয়েছে।

‎‎ইতোমধ্যে সকাল হতেই উৎসুক জনগণের আনাগোনা শুরু হয়েছে। বেলা যত বাড়বে তত জন সমাগম বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎আজকের এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। জানা গেছে, আজকের এই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। যা বেলা ১১টায় শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে।

‎সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু সকাল ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর গান দিয়ে, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী, ১২টা ৫ মিনিটে নাহিদ হাসান গাইবেন। ১২. ৩০ এ গান গাইবে তাশফী, দুপুর ১টা ১০ মিনিটে থাকবে চিটাগাং হিপহপ হুড, ১টা ৩০ মিনিটে সেজানের পরিবেশনা। দুপুর ২টায় ব্যান্ড ‘শূন্য’, দুপুর ২টা ২৫ মিনিটে ফ্যাসিস্ট-এর পলায়ন উদযাপন।

‎দুপুর ২টা ৪০ মিনিটে পরপর গান পরিবেশন করবেন সায়ান, দুপুর ৩ টায় ইথুন বাবু ও মৌসুমী, ৩ টা ৩০ এসোলস, বিকেল ৪ টায় ওয়ারফেজ। ৪টা ৪৫ এ আছরের আজান ও নামাজ।

‎বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ। ‎৫টা ৩০ এ বেসিক গিটার লার্নিং স্কুল, ৫টা ৫০ এ এফ মাইনর, ৬টা ১৫ পারশা, ৬টা ৫০ এ মাগরিবের আজান ও নামাজের বিরতি ও ৭টায় এলিটা করিম।

‎‎৭টা ৩০ এ স্পেশাল ড্রোন ড্রামা৷ সর্বশেষ রাত ৮টায় গান পরিবেশন করবে ব্যান্ড আর্টসেল। এছাড়াও মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর থাকছে উৎসবমুখর নানা আয়োজন।

‎এ অনুষ্ঠানমালা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

‎এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দিবসটি উপলক্ষে গতকাল গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণবিজ্ঞপ্তিতে সব যানবাহণ চালকদের ৫ আগস্ট যানজট এড়ানোর লক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের নিকটবর্তী সড়ক এড়িয়ে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।