ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


বন্ধ হয়ে গেছে ঢাকা-বরিশাল উড়োজাহাজ চলাচল


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১২:২৮

উড়োজাহাজ সংকটের কারণে ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলো।

তবে দ্রুততর সময়ের মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ খ্রিষ্টাব্দে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর নানান তালবাহানায় একাধিকবার বন্ধ ছিল এই রুটের বিমান চলাচল।

২০২১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে ফের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়।

এরপর পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমেছে-এ ধরনের অজুহাত দেখিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে এই রুটে ফ্লাইট চলাচল কমিয়ে সপ্তাহে তিন দিন চালু রাখা হয়।

ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যাওয়ায় এই রুটটি অচল হয়ে গেল। তাই দ্রুততর সময়ের মধ্যে বিমান চলাচল শুরুর দাবি জানান তিনি।

ফ্লাইট পরিচালন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উড়োজাহাজ কম থাকার কারণে বরিশালসহ দু’টি রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধের চিন্তা নেই। তাই পরিচালনা করার মতো দু’টি উড়োজাহাজ পেলেই এই রুটে বাংলাদেশ বিমান তাদের কার্যক্রম শুরু করবে।