আপিল করবে পিএসসি, ৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা কাল

৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় বসার সুযোগ দিতে পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বিপরীতে আপিল করতে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি। ফলে আগামীকাল শুক্রবার এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এসব তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে।’
এদিকে ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে পিএসসি। বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদেরকে শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টায় হলের মূল গেইট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
এতে আরও বলা হয়, পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে পরে হলে যেতে হবে পরীক্ষার্থীদের।
প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।