ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১২তম দিনের বৈঠক চলছে


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১২:৩০

দ্বিতীয় ধাপের ১২তম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন।

দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বাদশ দিনের বৈঠক চলছে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

আজকের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধান সরকারসহ তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ হওয়ার কথা রয়েছে।

দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে হবে আলোচনা। এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা করবেন তারা। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলোচনা শেষে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করার কথা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়।