ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১২:৫৫

ছবি : সংগৃহীত

ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে, তারা এ বিষয়ে নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে চাঁদপুরের ঘটনায়ও গ্রেফতার চলছে। এ সময় তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।