ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে


প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১০:৪৮

ছবি : উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে চলছে 'ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম' গ্রাফিতি অঙ্কন।

উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলা হয়েছে।

আরও বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এ ছাড়াও গণঅভ্যুত্থানকে স্মরণে রাখতে মাসজুড়ে থাকছে আরো নানা আয়োজন।