ঢাকা শুক্রবার, ১৫ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলার প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১১:২৭

ফাইল ছবি

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার প্রায় দুই ঘণ্টা ধরে চলা এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন এবং নির্বাচনের আগে তাদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে।