সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকালে গুলশানে বাস ভবনে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভগ্নিপতি আশফাক কাদেরী।
ভগ্নিপতি আশফাক কাদেরী আরও জানান, মরহুমের মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে।
মেয়ের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে বলে জানান ভগ্নিপতি। মৃত্যুকালে স্ত্রী ও মেয়ে রেখে গেছেন তিনি।
ভগ্নিপতি আরও বলেন, ‘সকাল ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে হাসপাতালে আনা হয়, চিকিৎসক মৃত ঘোষণা করেন।