৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করল সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে দিবসটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, দিবসটি পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত সরকারের বিদ্যমান নির্দেশিকার ‘খ’ শ্রেণিতে দিবসটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, এই দিবসের মাধ্যমে দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও সামাজিক ন্যায়বিচারের নতুন যাত্রা চিহ্নিত করা হবে।