ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ'।

ঢাবির ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক


২২ অক্টোবর ২০১৮ ২১:৪৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০০:১৪

তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ'।

সোমবার বেলা আড়াইটাই এই সংগঠনটির ফেসবুক গ্রুপে আহবায়ক হাসান আল মামুন এবং যুগ্ম আহবায়ক রাশেদ খান এই ঘোষণা দেন।

হাসান আল মামুন বলেন, আগামীকাল ২৩ অক্টোবর, সকাল ১১ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সচেতন ভাই - বোনের কাছে বিনীত অনুরোধ থাকবে, ঢাবিকে বাঁচাতে বিক্ষোভে অংশগ্রহণ করুন।

হাসান আল মামুন তাদের ৩টি দাবির কথা বলেন। সেগুলো হলোঃ
১.ঘ ইউনিটের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে।
২.প্রশ্ন ফাঁস কারী চক্রকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
৩. বিগত দু বছরে যারা ভর্তি জালিয়াতি করেছে, তাদের ভর্তি বাতিল করতে হবে।

তিনি বলেন,আগামীকাল সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষা বাতিল না করলে, তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।

এদিকে, প্রশ্ন ফাঁস হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে সিনেট অধিবেশন চলাকালীন সিনেট প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৫ টা থেকে মিটিং শেষ হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

'প্রশ্নফাঁসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়' এই শিরোনামে একটি ইভেন্টের মাধ্যমে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

তাতে লেখা হয়েছে, ২৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়েই ‘ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ও ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে হবে।