ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


দেশে এখন ভুয়া মুক্তিযোদ্ধা ২৫ হাজার


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৮ ১৬:২১

দেশে এখন ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ২৫ হাজার ৫০০। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেন, আমরা ক্ষমতায় এসে ৮ হাজার ভুয়া মুক্তিযুদ্ধার গেজেট বাতিল করেছি।

ক্ষমতার ১০ বছরেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামিলীগ এখনো একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুত করতে না পারায় অনেকেই বিষয়টি সমালোচনা করছেন।

ফৌজদারি আইনের ৪১৬ নম্বর ধারা বলছেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া একটি অপরাধ। কিন্তু এখনো উল্লেখযোগ্য কোন শাস্তির খবর পাওয়া যাচ্ছে না।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেন, এটা ঠিক। আমরা এখনো ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করতে পারিনি। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।