ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার


৮ মে ২০২৪ ০৭:১৯

আপডেট:
২২ জানুয়ারী ২০২৫ ০১:৫৮

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে এ জমি উদ্ধার করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।

ঢাকা জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ৩২ শতক জমি মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে ছিল। জমিটি বড় সায়েক মৌজার সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮ নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগে ছিল। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা। জমিতে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে।