ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


নৌকা না পেয়েই ‘ডিগবাজী’ দিয়ে ধানের শীষে রনি


২৭ নভেম্বর ২০১৮ ২১:৩৭

আপডেট:
৩ মে ২০২৪ ১৫:২৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন আলোচিত-সমালোচিত আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি। কিন্তু, সেখানে ব্যর্থ হয়ে সোমবার তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

শুধু তাই নয়, পটুয়াখালী-৩ আসনে দলটির মনোনয়নও বাগিয়ে নিয়েছেন। এ যেন নৌকা থেকে পড়ে গিয়ে ধানের শীষের হয়ে গেলেন রনি।

সাবেক এই এমপি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন। এ সময় তাকে পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়।

এদিকে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিতে চেয়েছিলেন। এমনকি ১৪ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে অংশ নেয়া রনির ছবিও ফেসবুকে অনেকে পোস্ট করে মন্তব্য করছেন।

 

সাবেক ছাত্রলীগ বর্তমানে যুবলীগ নেতা নাসিম রুপক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠানে গোলাম মওলা রনির অংশগ্রহণের একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

সেখানে তিনি গোলাম মওলা রনিকে নির্লজ্জ হিসেবে উল্লেখ করে লেখেন, ‘নির্লজ্জ গোলাম মওলা রনি! নির্লজ্জটা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আমি জানতাম সে যখন মনোনয়ন পাবে না তখন একটা কাহিনী করবে। আর এই জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের দিন প্রমাণস্বরূপ ছবিটা তুলে রেখেছিলাম। নির্লজ্জ বাতিল মালটা সেদিনের আমার ধারণা সত্য প্রমাণ করে আজ বিএনপিতে যোগ দিয়েছে।’তবে এ ছবির বিষয়ে গোলাম মওলা রনিকে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অবশ্য বিএনপিতে যাচ্ছেন রনি, তার আভাস দুপুর দেড়টার দিকে ফেসবুক স্ট্যাটাসে জানান। তিনি লেখেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার এক কট্টর সমর্থক হার্ট অ্যাটাক করে মারা যায়, যা আমাকে নিদারুনভাবে আহত করেছে।’

রনির ভাষ্যে, ‘আমার নির্বাচনী এলাকার হাজার হাজার নারী-পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।’

অবশ্য পরে শুরুর অংশটুকু তিনি এডিট করে ফেলে দেন। যাতে আওয়ামী লীগ থেকে তার মনোনয়ন না পাওয়ার বিষয়টি স্পষ্ট।

পরে তিনি লেখেন, ‘পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।’

দুপুরে এই স্ট্যাটাসের পরে পরিবর্তন ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে গোলাম মওলা রনি বলেন, ‘আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।’

অবশ্য সন্ধ্যায় ঠিকই আওয়ামী লীগে সাবেক এই নেতা বিএনপিতে যোগদান করেন। সেখানে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে আজীবন বিএনপিতে থেকে জনগণের সেবা করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতে থাকব।’

অন্যদিকে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনার) আসনে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

প্রসঙ্গত, ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে নানা সমালোচনামূলক বক্তব্য দেন তিনি। যেটি তাকে ২০১৪ সালের নির্বাচনে দল থেকে ছিটকে ফেলে। অবশ্য বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।