ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ঢাকা কলেজের পাশে ঢাবি শিক্ষার্থীরা


২০ এপ্রিল ২০২২ ১১:৩৬

আপডেট:
১১ মে ২০২৫ ০৯:২৫

শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত মোড় ও গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন।

এসময় ঢাবি শিক্ষার্থীদের তোরণে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবং ঢাবিতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, অনেক হয়েছে, এখন আর বসে থাকা চলবে না। আমরা ঢাকা কলেজের পাশে আছি। শিক্ষার্থীদের উপর হামলায় ব্যবসায়ীদের শাস্তি এবং গুলি করার নির্দেশদাতার মুখোশ উন্মোচন করার দাবি জানান তারা।