ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


বুয়েট ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ও ইউআরপিতে সেরা ৩ যারা

বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


১৯ অক্টোবর ২০১৮ ১৪:১৩

আপডেট:
১৯ অক্টোবর ২০১৮ ১৪:১৪

বুয়েট ক্যাম্পাস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৮-১৯ সেশনের ১মবর্ষের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে।

দুই ইউনিটে প্রকাশিত এ ফলাফলে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপিতে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মেহরাব হক জেহাদী যিনি ঢাবির ক ইউনিটে ১৭তম হয়েছিলেন। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ওসামা হক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম সরকারি কলেজের রাব্বি জাহিন।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং অন্যান্য তথ্যাদি বুয়েটের ওয়েব সাইড www.buet.ac.bd পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর রোববার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের প্রার্থীদের সকাল ৯টা থেকে ১২টা ও বেলা ২টা হতে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ১ হাজার ৬০টি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃত মোট ১২ হাজার ১৩৮ জন যোগ্য প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

বুয়েট এডমিশন রেজাল্ট ২০১৮

ক বিভাগ সিলেক্টেডঃ https://ugadmission.buet.ac.bd/Notice_2018/ka_selected.pdf

ক বিভাগ ওয়েটিংঃ https://ugadmission.buet.ac.bd/Notice_2018/ka_waiting.pdf

খ বিভাগ সিলেক্টেডঃ https://ugadmission.buet.ac.bd/Notice_2018/kha_selected.pdf

খ বিভাগ ওয়েটিংঃ https://ugadmission.buet.ac.bd/Notice_2018/kha_waiting.pdf