ঢাকা মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২


নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৭

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিয়ারহাট বন্দর বিএনপির অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে নির্দেশনা প্রদান করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আতিকুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা মৃধা, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তপু রায়হান।

এছাড়াও দলের অন্যান্য যুগ্ম আহবায়ক, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দলের সকল নেতাকর্মীর ঐক্য ও ভবিষ্যত রাজনৈতিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সকল গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষা। আমরা সবাই মিলেই তার সুস্থতার জন্য দোয়া করছি।”