ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


গণভবনে ঢোকার চেষ্টা, আটক ১


১৯ নভেম্বর ২০১৮ ০৬:১৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ১৮:৫৪

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত বুধবার (১৪ নভেম্বর) রাতে গণভবনের দুই নম্বর ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁর নাম এস এম রায়হান কবির (৩৫)।

রায়হান কবিরকে গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, তিনি থানা-হেফাজতে আছেন ।

গত শুক্রবার এসপিবিএন-২ এর এসআই নয়ন মিয়া বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় রায়হানকে সন্ত্রাসবিরোধী আইনে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, রায়হান হিজবুত তাওহীদের নেতা।

এজাহারে বাদী বলেন, ১৪ নভেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে জনৈক ব্যক্তি মোটরসাইকেলে (জামালপুর-ল-১১-০৬৩৭) নিজের দুই শিশুকে নিয়ে কর্তব্যরত ফোর্সদের না বলে গণভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রায়হান অসংলগ্ন কথাবার্তা বলেন। অবশ্য আসামির আইনজীবী আদালতকে বলেন, রায়হান মানসিক সমস্যায় ভুগছেন।

রায়হানের বাবা এস এম এমদাদুল হক বলেন, তাঁর ছেলে মানসিক সমস্যায় ভুগছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন চিকিৎসকের ব্যবস্থাপত্রমতে ওষুধও খাচ্ছেন ।