ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন; ২০সেপ্টেম্বর নির্বাচন


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের বিভিন্ন পদে প্রার্থীদের প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে আজ। সভাপতি,সহ সভাপতি,সম্পাদক ও পরিচালকসহ ছারটি পদে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করেছিলেন। প্রতিক সহ প্রার্থীরা হলো;সভাপতি পদে তিন জন;যথাক্রমে সরোয়ার আলম সিকদার(ছিয়ার),খাইরুল বশর (হারিনকেন)ও আলী আকবর(ছাতা), সহসভাপতি পদে তিনজন : আলী মোহাম্মদ কাজল(বাইসাইকেল),দিদারুল ইসলাম মজিদ (মই)ও কামাল উদ্দিন বাবুল(হাস), সম্পাদক পদে তিন জন ;জনাব মোহাম্মদ আলী চৌধুরী বি এ,(দেওয়ালঘটি), এ এম এস্তেফাজুর রহমান(আনারস) ও মইন উদ্দিন বিএ(চাকা), পরিচালক পদে ২৩ জন; জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন(টিউবওয়েল), আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ(বৈদ্যুতিক বল্ব),কলিমুল্লাহ(মিনার),আবুতাহের(টমটম), মোহাম্মদ কামরুল ইসলাম(গাভী),নাজেম উদ্দিন(মাইক), রেজাউল করিম(বাঘ),হাজী জাফর আলম(জগ),নুরুল কাদের(সেলাই মেশিন),মো:হামিদ উল্লাহ(ডাব),মৌলানা জমির উদ্দিন(হাতপাখা), সাদ্দাম হোসেম(মিষ্টি আম),বকতিয়ার উদ্দিন রুবেল(ফুটবল),কফিলউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (খেজুরগাছ), আনোয়ারুল ইসলাম(মোটর সাইকেল),আকতার আহমদ(টেবিল),জয়নাল আবদীন(মোরগ),মোহাম্মদ নুরুল কাইছার(বই),মো:কুতুব উদ্দিন সুমন(মোবাইল),শাহাব উদ্দিন শাকিল(কবুতর),জিয়া উদ্দিন(মাছ),মো:শওকত ওসমান(চশমা),মোজাফফর আহমদ(বালতি),

২০ সেপ্টেম্বর নির্বাচন গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।