ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন,

‘হেলমেট বাহিনীর নেতা ফখরুল’


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০১৮ ০৭:৩৪

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হেলমেট বাহিনীর নেতা হচ্ছেন মির্জা ফখরুল। নয়াপল্টনে সংঘর্ষের ঘটনা টেলিভিশনের ক্যামেরা এবং পথচারীদের হাতে থাকা মোবাইলের ভিডিও ক্যামেরায় ধরা পড়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম তার ভুল বুঝে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগকে অভিযুক্ত করেছে।

|
আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আয়োজনে মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তিনি বলেন, মিথ্যাচারের একটা সীমা থাকে। মির্জা ফখরুল ইসলামের মিথ্যাচার শুনে আমার লজ্জা হচ্ছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কোনো লাভ হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া বিএনপি শুরু করেছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার কথাও বলেন হাছান মাহমুদ।

এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি মো. গনি মিয়াসহ ন্যাপ ভাসানীর বিভিন্ন পর্যায়ের নেতা এ সময় উপস্থিত ছিলেন।