ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


'প্রতিটি সংসদীয় আসনে ছাত্রলীগের সমন্বয়ক কমিটি থাকবে'


১৫ নভেম্বর ২০১৮ ১৯:৩২

আপডেট:
২ মে ২০২৪ ২১:৩৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলে চলছে নানা কর্মযজ্ঞ । এতে পিছিয়ে নেই বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় অতিবাহিত করছে বাংলাদেশ ছাত্রলীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে বদ্ধ পরিকর বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ।

নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে প্রচার প্রচারণা চালানো হচ্ছে অত্যন্ত সুনিপুণভাবে। ছাত্রলীগের বর্তমান কমিটি কর্মীবান্ধব হওয়ায় খুব সহজেই একজন ক্ষুদ্র কর্মীও তাঁদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে । এতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস ফিরে পাচ্ছে ।

রাজনীতির আঁতুড়ঘর মধুর ক্যান্টিনে শত শত ছাত্রলীগের নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ‘সমন্বয়ক টিম’ গঠন করা হবে । বিগত দিনে অনুষ্ঠিত হওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে ঠিক একইভাবে এবার বৃহৎ পরিসরে ‘সমন্বয়ক টিম’ গঠন করে দলের প্রচারণায় অংশ নেয়া হবে। ‘সমন্বয়ক টিম’ এর মাধ্যমে প্রচারণা ছড়িয়ে দেয়া হবে দেশের সর্বস্তরে।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আরো বলেন,“জননেত্রী শেখ হাসিনা সরকারের কল্পনাতীত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রিয় নেত্রীর জন্য ভোট চাইতে প্রস্তুত আছে । বিএনপি আবারো যাতে গুজব সন্ত্রাসকে কাজে লাগিয়ে যাতে দেশের কোন ক্ষতি না করতে পারে সেদিকে পূর্ণ মনোযোগ দিবে ছাত্রলীগ।”