ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন নুরুন্নবী চৌধুরী শাওন


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৮ ২২:৩৭

নুরুন্নবী চৌধুরী শাওন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ।

রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরমটি জমা দেন।এ সময় ভোলা-৩ আসনের বিভিন্ন পর্যায়ের জাজার হাজার নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।


নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩ আসন থেকে পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মেজর হাফিজকে পরাজিত করেন। এছাড়া ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

জানতে চাইলে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কাকে ভোট দিয়ে পুনরায় দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।