ঢাকা-৮: দেলোয়ার হোসেনের গণসংযোগে মানুষের ঢল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে গণসংযোগ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
শুক্রবার বিকালে কর্মী সমর্থকদের নিয়ে এই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
দেলোয়ার হোসেন শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, প্রেসক্লাব, কাকরাইল, মালিবাগ, সিদ্ধেশ্বরী, মিন্টো রোড, পরিবাগ এবং আজিজ সুপার মার্কেটের সামনে দিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করেন। নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
দেলোয়ার হোসেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন। বর্তমানে দলের বন ও পরিবেশ সম্পাদকের দায়িত্বত্বে আছেন।
এ বিষয়ে দেলোয়ার হোসেন জানান, এবার ঢাকা-৮ আসনে দলের কাছে মনোনয়ন চাইবো। আমি তরুণদের নিয়ে কাজ করছি। ইতোমধ্যে ‘সবুজ বাংলাদেশ’ আন্দোলনের মাধ্যমে সারাদেশে পরিবেশ উন্নয়নে কাজ করছি। বিপুল সংখ্যক তরুণ আমার সঙ্গে কাজ করছেন। দেশে মোট ভোটারের সাড়ে তিন কোটি তরুণ। দল মনোনয়ন দিলে তরুণদের কর্মসংস্থান এবং স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।
মনোনয়ন পেলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও যাকেই মনোনয়ন দেওয়া হবে, তিনি তার পক্ষে নৌকার জন্য কাজ করবেন বলে জানান আওয়ামী লীগের এই তরুণ নেতা।