ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


জেল হত্যা দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা


৩ নভেম্বর ২০১৮ ১৬:১৬

আপডেট:
৩ নভেম্বর ২০১৮ ১৬:৪৭

জেল হত্যা দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা, ছবি: মেহেদী হাসান রনি

জেল হত্যা দিবসে  রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ।
শনিবার (০৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এরপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।