দেশে প্রথম জিন–এআই ভিত্তিক ব্যক্তিগতকৃত স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মতো মানব জিন সিকোয়েন্স বিশ্লেষন ও এআই-ভিত্তিক ব্যক্তিগতকৃত স্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ ডিসেম্বর ২০২৫ বিআরবি হাসপাতালের আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং শাবির প্রফেসর ড. মো. সাকিনুর ইসলাম মন্ডল।

সেমিনারে উপস্থাপনায় দেখানো হয়—উন্নত এই প্রযুক্তি কীভাবে ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি পূর্বাভাস, প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এছাড়া থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের রক্তের নমুনা বিশ্লেষণ করে গর্ভের শিশুর থ্যালাসেমিয়া নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতিও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান এবং বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি’র সহ-সভাপতি- আর কে মন্ডল (রবিন), ও বিআরবি'র প্রোগ্রামার, কনসালটেন্ট জেনোফ্যাক্স- তরুণ কুমার ঘোষ প্রমুখ।
