ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


কৃষি অফিসার এর উপর হামলার প্রতিবাদে বিসিএস কৃষি এসোসিয়েশনের সংবাদ সম্মেলন


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫ ২২:৩৪

বিসিএস কৃষি ক্যাডারের সদস্য শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা কৃষি অফিসার, নকলা, শেরপুর এর উপর গত ০৫/১১/২০২৫ তারিখে বর্বরোচিত হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ১০ নভেম্বর ২০২৫ বিকেলে ঢাকায় খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্সে রুমে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিসিএস কৃষি এসোসিয়েশনের আহ্বায়ক ড: মোঃ শাহিনুল ইসলাম,হর্টিকালচার উইংয়ের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক মোঃ মুরাদুল হাসান। এসময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগস্ট/২০২৪এ সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডিএই এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষি-প্রযুক্তি উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষকের আয় বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিগত ০১ (এক) বছরের উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো:

** গত এক বছরে ৮৮ লক্ষ ৫৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও চারা এবং অন্যান্য সহায়তা বাবদ ৮৯৩ কোটি ২০ লক্ষ টাকা প্রণোদনা দেয়া হয়েছে।

** ২০২৪-২০২৫ অর্থবছরে আমন- ১৬৫.১৪৫ লক্ষ মে. টন, আউশ- ২৭.৯৩৪ লক্ষ মে. টন, বোরো-২২৬.০৮২ লক্ষ মে. টন, মোট ধান (চালে)- ৪১৯.১৬১ লক্ষ মে.টন, আলু- ১১৫.৭৩৬ লক্ষ মে.টন, গম-১০.৪১১ লক্ষ মে.টন, ভুট্টা- ৭৩.৯৯৪ লক্ষ মে.টন, পেঁয়াজ- ৪৪.৪৮৭ লক্ষ মে. টন, রসুন- ৭.৮৮৭ লক্ষ মে. টন, আদা- ২.৫১৪ লক্ষ মে.টন, কাঁচা মরিচ- ১৬.৪২৮ লক্ষ মে. টন উৎপাদিত হয়েছে।

দেশে খাদ্য শস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ ও শাক-সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে সেইসাথে ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি।

গত বছরের আগস্ট মাসে দেশের ২৩ টি জেলায় মারাত্মক বন্যায় ফসলের ব্যপক ক্ষতি হলেও, সময়মত বীজ, সার ও প্রণোদনা দেয়ায় কৃষকরা সে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। গত বোরো মৌসুমে ১৫ লক্ষ মে. টন ধান কাংখিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিসিএস কৃষি ক্যাডারের একজন সৎ, রিশ্রমী ও নিবেদিতপ্রাণ উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী নকলা, শেরপুর-এর ওপর ০৫/১১/২০২৫ খ্রি. তারিখে সংঘটিত বর্বরোচিত হামলা কেবল একজন কর্মকর্তার ওপর আঘাত নয়-এটি মাঠপর্যায়ের সকল কৃষি কর্মকর্তার নিরাপত্তা ও মর্যাদার ওপর এক গুরুতর হুমকি।

শাহরিয়ার মোরসালিন মেহেদী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে কৃষকদের উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং সরকারের কৃষিবান্ধব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর ওপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ সবাইকে মর্মাহত করেছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি-

(১) দ্রুততম সময়ে হামলার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

(২) মাঠপর্যায়ের সকল কৃষি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিতে হবে।

(৩) ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেইকল্পে, সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দাবীসমূহ পূরণ না হলে অর্থাৎ অপরাধী গ্রেফতারের দাবিতে বিসিএস (কৃষি) এসোসিয়েশন ৩ দিনের নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করছে।

(১) ১১ নভেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে (উপজেলা অফিস/উপপরিচালকের কার্যালয়/অতিরিক্ত পরিচালকের কার্যালয়/এটিআই/হর্টিকালচার সেন্টার ।

কোয়ারেন্টাইন স্টেশন) কলমবিরতি:

(২) ১২ নভেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে (উপজেলা অফিস/উপপরিচালকের কার্যালয়/অতিরিক্ত পরিচালকের কার্যালয়/এটিআই/হর্টিকালচার সেন্টার ।

কোয়ারেন্টাইন স্টেশন) অবস্থান কর্মসূচি:

(৩) ১৩ নভেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরের (উপজেলা অফিস/উপপরিচালকের কার্যালয়/অতিরিক্ত পরিচালকের কার্যালয়/এটিআই/হর্টিকালচার সেন্টার/কোয়ারেন্টাইন স্টেশন) সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন ।