ঢাকা শনিবার, ২রা ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ ১৪৩০


জামিন পেলেন সাবেক আ্যটর্নি জেনারেলের ছেলে মোয়াজ আরিফ


২৭ মে ২০২২ ০৭:৫৯

আপডেট:
২ ডিসেম্বর ২০২৩ ০৫:৫১

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলে এ্যাডভোকেট মোয়াজ আরিফ সাবেক স্ত্রী মাধবী নীলার দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বিজ্ঞ মহানগর হাকিম আদালত হতে জামিন লাভ করেন মোয়াজ আরিফ। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ শহিদউল্লাহ (মুন্না)।

মোয়াজের আইনজীবীগণ আদালতকে করেন অবহিত মিথ্যা ও হয়রানির শিকার। উভয় পক্ষের মধ্যে ১০টি মামলা মোকদ্দমা চলমান। মোয়াজের পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট মোহাম্মদ শহিদউল্লাহ (মুন্না), ডঃ তানজীর মান্নান, এস.এম. তৌকির আহমেদ, জি.এম.ইমরান হোসেইন রনি, ওয়াহিদা বেগম (মিলি), সাইফুল্লাহ আল মুজাহিদসহ অনেক বিজ্ঞ আইনজীবী।

উল্লেখ্য, এর আগে তার সাবেক স্ত্রী মাধবী নীলার দায়ের করা মামলায় গত ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ আদালত হতে ১৩ এপ্রিল জামিন লাভ করেন তিনি। এর পরে অন্য একটি মামলায় পুনরায় গ্রেপ্তার হন। গতকাল নারী শিশু আদালত (০৬) জামিন লাভ এর পর আজ আরও একটি মামলায় আদালত হতে জামিন লাভ করেন তিনি। এখন তার মুক্তিতে বাঁধা নেই।