ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


‘বিচারক প্রস্তুত থাকলে খালেদার রায় সাড়ে ১১টায়’


২৯ অক্টোবর ২০১৮ ১৭:২২

আপডেট:
৪ মে ২০২৪ ১৫:৪২

স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিচারক প্রস্তুত থাকলে সকাল সাড়ে ১১টায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার (২৯ অক্টোবর) এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় বিশেষ জজ আদালতে প্রবেশ করার সময় কাজল বলেন, ‘উচ্চ আদালতের আপিল বিভাগে আসামি পক্ষের আবেদন খারিজ হওয়ায় রায় হতে আইনগত কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় চ্যারিটেবল মামলার দীর্ঘ প্রক্রিয়ায় ৯ মাসে তিনি একবার আদালতে এসেছেন। তিনি মামলার শুনানিতে আসবেন না বলে একাধিকবার বলেছেন যা জেল কাস্টডিতে লেখা আছে। আসামি পক্ষের আইনজীবীদের সময় দেওয়ার পরেও যুক্তিতর্কে উপস্থিত হননি। এজন্য বিচারক এ রায়ের জন্য দিন ধার্য করেছেন।’

এদিকে, সকাল ১১টায় আদালতে এসেছেন অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখা গেলেও আসামিপক্ষের কোনো আইনজীবীকে দেখা যায়নি।