গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানাল ইরান

দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত একমাত্র সক্রিয় হাসপাতাল নাসের হাসপাতালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। খবর মেহের নিউজ এজেন্সি।
এই হামলাকে তিনি একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই হামলায় অন্তত ২০ জন রোগী, স্বাস্থ্যকর্মী এবং পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে একটি ‘জঘন্য যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘ফিলিস্তিনিদের জাতিগত নিধন এবং জাতি ও পরিচয় হিসেবে ফিলিস্তিনকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল এই অপরাধ করছে। তিনি গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার কর্মীদের ধারাবাহিক নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই গণহত্যা বন্ধ করতে এবং ‘নাৎসি ও বর্ণবাদী ইহুদিবাদী অপরাধীদের’ শাস্তি দিতে সব সরকারের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের দখলদারিত্বের অস্ত্র সরবরাহকারী এবং রাজনৈতিক সমর্থকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের জঘন্য অপরাধের সহযোগী হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে।
এর আগে সোমবার, খান ইউনিসের নাসের হাসপাতাল কমপ্লেক্সে একটি ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহত ও আহত হন। ড্রোনটি হাসপাতালের ওপরের অংশে, বিশেষ করে ছাদে যেখানে কয়েকজন সাংবাদিক অবস্থান করছিলেন, সেখানে আঘাত হানে।