ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নিউইয়র্ক কনস্যুলেটে আ.লীগের হামলার ঘটনায় মিশনের ব্যাখ্যা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৩:০১

ছবি : সংগৃহীত

নিউইয়র্কে কনস্যুলেট জেনারেলে মতবিনিময় সভা পণ্ড করা এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে বলে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ মিশন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দূতাবাসের ফেসবুক পেজে এ ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।

উল্লেখ্য, গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক কনস্যুলেট অফিস। এ সময় অফিসে হামলা ও ভাঙচুর করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিশন জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় সময় রোববার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের আগেই নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে।

ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা প্রদান করেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা নানাবিধ অপকৌশল অবলম্বন করেন, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ এবং অত্যন্ত ন্যক্কারজনকভাবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রবেশপথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের (একই ভবনের) কাচের দরজায় আঘাত করে। এতে ওই দরজায় ফাটল ধরে।