ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


পাকিস্তানে এ কেমন স্বাধীনতা দিবস উদ্‌যাপন? নিহত ৩, আহত ৬৪!


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৩:৪৬

পাকিস্তানের করাচিতে ১৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করার সময় এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু (৮ বছর) এবং একজন বৃদ্ধ রয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬৪ জন আহত হয়েছেন।

জিও নিউজের তথ্য উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আজিজাবাদে গুলিতে শিশুটি প্রাণ হারান। করাঙ্গিতে স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পুলিশ আরও একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

করাচি পুলিশের মুখপাত্র জানান, ‘এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জনগণকে নিরাপদ উপায়ে জাতীয় দিবস উদযাপনের আহ্বান জানান।

জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন শাহবাজ শরিফজাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন শাহবাজ শরিফ
করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় গুলিবর্ষণ নতুন ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই শহরে এ ধরনের ঘটনায় অন্তত ৪২ জন নিহত ও ২৩৩ জন আহত হয়েছিল, যেখানে অনেকের মৃত্যু ডাকাতি প্রতিরোধ বা উদযাপনের গুলিতে ঘটে।

পাকিস্তানে প্রতিবছর ১৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। তবে এই প্রাণঘাতী ঘটনাগুলো উদ্বেগজনকভাবে দেশবাসীর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।