ঢাকা রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


ইতালির কলসিয়ামের সামনে ভোটাধিকারের দাবি বাংলাদেশি প্রবাসীদের


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১৩:২৩

ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন কলসিয়ামের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের প্রবাসীরা তাদের ভোটাধিকার বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি চ্যাপ্টারের ব্যানারে স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব”-এই স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। অংশগ্রহণকারীরা জানান, চলমান বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন এবং দেশের গণতান্ত্রিক চর্চায় প্রবাসীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এর আগে, ২৭ জুলাই রোমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানানো হয়। তারা ১৪ আগস্টের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশেরও দাবি জানান।

নেতারা বলেন, “নিবন্ধন ছাড়া অনলাইন বা পোস্টাল ব্যালট সম্ভব নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এখনই পরিকল্পনা নেওয়া জরুরি।”

তারা নির্বাচন কমিশনের প্রতি প্রতি দুই সপ্তাহ অন্তর অনলাইন ব্রিফিং আয়োজনের আহ্বান জানান, যাতে প্রবাসীরা হালনাগাদ তথ্য জানতে পারেন এবং অংশগ্রহণে আগ্রহী হন। একইসঙ্গে, দূতাবাস ও কনসুলেটগুলোতে নিবন্ধিত ভোটারদের পূর্ণ তালিকা প্রকাশের দাবি তোলেন তারা।

প্রবাসী আয় প্রেরণের দিক থেকে ইতালি বাংলাদেশের শীর্ষস্থানীয় দেশ। জুলাই মাসজুড়ে রোম, মিলানো, পাদভা, বলনিয়া, ভেনিস, জেনোভা এবং নাপলিসসহ ইতালির বিভিন্ন শহরে প্রবাসীরা রাস্তায় নেমে ভোটাধিকারের পক্ষে অবস্থান জানান।

তাদের মতে, “দেশের উন্নয়নে আমরা যেমন অবদান রাখি, ঠিক তেমনি দেশের সিদ্ধান্তে অংশ নেওয়ার অধিকারও আমাদের থাকা উচিত।”