ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৩:৫২

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করতে পাকিস্তানের সিনেটে একটি বিল উত্থাপন হয়েছে। সোমবার একথা জানায় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সিনেটর সারমাদ আলী ও মাসরুর আহমদ এই বিল উত্থাপন করেন। একে অনলাইনে শিশু নির্যাতন, সাইবার বুলিং এবং ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিলটিতে আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। যেসব সামাজিক মাধ্যম অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার অনুমতি দেবে, তাদের ৫০ হাজার থেকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে।

এছাড়াও, যারা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট তৈরিতে সহায়তা করবে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।সামাজিক মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সকল অ্যাকাউন্ট মুছে ফেলার দায়িত্ব পালন করবে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। এ বিষয়ে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের ক্ষমতাও থাকবে তাদের হাতে।

ডিজিটাল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। এরআগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য একই ধরনের বিল পাস করে।

সিনেটর সারমাদ আলী বলেছেন, ডিজিটাল যুগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। এই বিলের মাধ্যমে অনলাইন ক্ষতির ঝুঁকি হ্রাস করা এবং শিশু ও অভিভাবকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য। এতে শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত হবে।