ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১০:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের সঙ্গে খারাপ আচরণ করছেন।

তিনি বাহ্যিকভাবে ভদ্র, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। তিনি আরও অভিযোগ করেন, পুতিন বহু মানুষকে হত্যা করছেন-যাদের অনেকেই তার নিজ সেনা, আবার অনেকে ইউক্রেনের নাগরিক।

সিনেটে প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা বিল সম্পর্কে জিজ্ঞাসিত হলে ট্রাম্প বলেন, আমি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছি। তবে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আগে থেকে কিছু বলব না। কিছু চমক থাকা উচিত, তাই না?

অন্যদিকে, ব্রিটিশ পার্লামেন্টে এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে যাবে না। তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে একটি জোট গঠনের কথা উল্লেখ করে বলেন, আমরা যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, কারণ ইউক্রেনের নিরাপত্তা ও আমাদের মূল্যবোধ আজ হুমকির মুখে।

ট্রাম্প আরও জানান, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে। তবে মার্কিন সংবাদমাধ্যমে জানা গেছে, অস্ত্র মজুত কমে যাওয়ায় কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পেন্টাগন সূত্রে জানানো হয়েছে, তারা বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করছে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক আলোচনা সত্ত্বেও কোনো অগ্রগতি হয়নি। গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় নিয়ে সমঝোতা হলেও যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেন, ইউক্রেন আলোচনার তারিখ জানালেই আমরা তা ঘোষণা করব। আমরা আশাবাদী, শিগগিরই তারিখ নির্ধারিত হবে। এদিকে, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে।