ইসরায়েলে ফের ড্রোন হামলা

যুদ্ধবিরতির মাঝেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ফের ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বুধবার (২৫ জুন) ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে—এমনটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে এ ঘটনায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ড্রোনটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলার বিষয়ে এখনো ইয়েমেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর ঠিক দুই দিন আগে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষিত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার (২৩ জুন) তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
ট্রাম্প লিখেছিলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে যুদ্ধবিরতি চলবে ১২ ঘণ্টা। এরপর দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে।’
তিনি আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েলও এতে অংশ নেবে। ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।
ড্রোন হামলার এ ঘটনা যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে স্থায়ী শান্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় এমন হামলা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
সূত্র: আল জাজিরা