ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১২:৪৩

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (২২ জুন) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও, এই জাতীয় শিল্পের (পরমাণু কর্মসূচি) অগ্রগতির পথ কোনোভাবেই থামানো হবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল।

পরমাণু সংস্থাটি আরও জানায়, ইরানের জনগণকে তারা আশ্বস্ত করতে চায় যে, বাইরের হামলা বা চক্রান্ত দেশটির পারমাণবিক উন্নয়ন থামাতে পারবে না।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতানজ ও ইসফাহান—সফল বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।