ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ছেলেকে নয়, তিন শীর্ষ ধর্মীয় নেতাকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন খামেনি


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১২:০৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর ছেলে মোজতাবা খামেনিকে নয়, বরং তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ইরানি সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, খামেনি এমন এক সময় এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন, যখন তিনি আশঙ্কা করছেন যে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার চেষ্টা করতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি ও ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই পদক্ষেপকে একটি কৌশলগত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর হাতে ইতোমধ্যে তিনজন সম্ভাব্য উত্তরসূরির নাম হস্তান্তর করা হয়েছে। খামেনি চান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেন দ্রুত ও শৃঙ্খলাপূর্ণভাবে নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব হস্তান্তর করা যায়।

সাধারণত ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া বেশ কয়েক মাস ধরে চলে এবং এতে অংশগ্রহণ করেন অভিজ্ঞ ধর্মীয় নেতা ও বিশিষ্ট আলেমরা। তবে এই প্রথমবারের মতো খোদ খামেনিই আগেভাগে তিনজন প্রার্থীর নাম জমা দিয়েছেন, যা ইরানের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এই তিনজনের মধ্যে খামেনির ছেলে মোজতাবা খামেনির নাম নেই। দীর্ঘদিন ধরেই মোজতাবাকে তাঁর পিতার উত্তরসূরি হিসেবে প্রচার করা হচ্ছিল। কিন্তু এবার সেই গুঞ্জনে স্পষ্টভাবে ইতি টানলেন আয়াতুল্লাহ খামেনি।

বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসন্ন পরিবর্তনের এই বার্তা শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে খামেনির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।