ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ইরান-ইসরায়েল যুদ্ধ

আলোচনার তুঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা ‘এমওপি’


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ১৩:০৭

ইউএস-বি-টু স্পিরিট যুদ্ধবিমানই শুধু জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বোমা বহন করতে পারে। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘বাংকার ধ্বংসকারী’ বোমার নাম জেবিইউ-৫এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি)। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট (৬১ মিটার) নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে।

এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। বোমাটির ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬০০ কেজি)।

এমওপি কেবল যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একসঙ্গে দুটো এমওপি বোমা নিয়ে একটানা প্রায় ১১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লা আরও বেড়ে যায়। এই ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি।

বিশেষজ্ঞদের মতে, ইরানের ফারদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে এই বোমাই সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে এটি এখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এমওপি ব্যবহার হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানবিরোধী অভিযানে কতটা সরাসরি অংশগ্রহণ করবে তার ওপর।

তথ্যসূত্র : বিবিসি