ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ইরানে ইসরায়েলি হামলা নিয়ে অবস্থান পরিবর্তন ট্রাম্পের


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১৩:১৬

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাব্যতাকে ঝুঁকিতে ফেলতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রাথমিকভাবে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘চমৎকার’ বলে অভিহিত করলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তির জন্য ইসরায়েলকে ইরান হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন বলছেন, তিনি এবং তাঁর প্রশাসন হামলার বিষয়ে আগে থেকেই অবগত ছিল।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা সবকিছু জানতাম এবং আমি ইরানকে অপমান ও মৃত্যু থেকে রক্ষা করার চেষ্টা করেছিলাম। আমি অনেক চেষ্টা করেছি কারণ আমি একটি চুক্তি সম্পন্ন হওয়া দেখতে চেয়েছিলাম।’