ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


যুক্তরাষ্ট্রে ইসরায়েলি জমায়েতে হামলা, আহত ৮


প্রকাশিত:
২ জুন ২০২৫ ১৫:২৩

ছবি : সংগৃহীত

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলি জিম্মিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে ককটেল ও আগুনে হামলার ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে জমায়েত লক্ষ্য করে আগুন নিক্ষেপ করেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুর ১টা ২৬ মিনিটে (স্থানীয় সময়) বোল্ডারের পিয়ার্ল স্ট্রিট মলে এই হামলা চালানো হয়, যেটি ডেনভার শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা।

বোল্ডার পুলিশের প্রধান স্টিফেন রেডফার্ন জানান, হামলায় আহতদের বয়স ৫২ থেকে ৮৮ বছরের মধ্যে।

হামলার সময় ঘটনাস্থলে থাকা লোকজন জানায়, এক ব্যক্তি নিজ হাতে বানানো ফ্লেমথ্রোয়ার ব্যবহার করেন এবং ভিড়ের মধ্যে আগুনে নিক্ষেপযোগ্য বিস্ফোরক নিক্ষেপ করেন। তাকে পরে পুলিশ গ্রেপ্তার করে।

হামলার সময় ‘Run for Their Lives’ নামে একটি ইসরায়েলপন্থী সংগঠনের নিয়মিত সাপ্তাহিক পদযাত্রা চলছিল, যা গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত হয়।

এফবিআই এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে এবং তদন্ত শুরু করেছে। হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে মোহামেদ সাবরি সোলিমান (৪৫) নামে এক মিশরীয় নাগরিক হিসেবে। তিনি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে একটি অস্থায়ী ভিসায় প্রবেশ করেন, যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায়। এরপরও তিনি কলোরাডো স্প্রিংসে বসবাস করছিলেন বলে জানা গেছে।

কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার বলেন, ঘটনাটি একটি ‘হেইট ক্রাইম’ (বিদ্বেষপ্রসূত অপরাধ) বলেই মনে হচ্ছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও ঘটনাটিকে সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাস শুধু গাজার সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি এখন আমেরিকার রাস্তাগুলোকেও গ্রাস করছে।’