ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আহত ১৪, উত্তপ্ত ইয়েমেন


৫ মে ২০২৫ ১২:১৩

আপডেট:
৫ মে ২০২৫ ১৬:৩৬

ইয়েমেনে মার্কিন বিমান হামলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিককে আহত করেছে। ইয়েমেনের বিভিন্ন স্থানে চালানো এসব হামলার ফলে দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হুতি-সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র সানা শহরের কেন্দ্রীয় আত্তান এলাকায় দুইটি বিমান হামলা চালায়। আল-জওফের খাব্ব ও আশ শাআফ এলাকায় তিনটি এবং মারিবের রাঘওয়ানে আরও দুইটি হামলা চালানো হয়। এ ছাড়া সানা প্রদেশের বনি হুশাইশ ও বনি মাতার এলাকার আল-মালিকা অঞ্চলে সাতটি এবং সাদা শহরের পূর্বাঞ্চলে তিনটি বিমান হামলার খবর পাওয়া গেছে।

সানা শহরের শুউব জেলায় চালানো একটি হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত ইয়েমেনে এক হাজারের বেশি বিমান হামলা হয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ও বেসামরিক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

এই সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ হানার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর মন্তব্যের পরপরই এই মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।